নিজস্ব সংবাদদাতা: নামেই ইউটিউবার, আদতে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে এবার উঠে এল বাংলাদেশ যোগ। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের পর জ্যোতির পরবর্তী গন্তব্য ছিল বাংলাদেশ। সে দেশে যাওয়ার জন্য ভিসার আবেদনও করেছিল সে। ভিসার আবেদনে অস্থায়ী ঠিকানা হিসেবে ঢাকার উত্তরা এলাকার নাম উল্লেখ ছিল। যদিও নির্দিষ্ট কোনও তারিখ ছিল না, গোয়েন্দাদের ধারণা, ভারত-পাকিস্তান সংঘর্ষের পরিস্থিতি তৈরি হওয়ার পরই জ্যোতি বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেছিল।
/anm-bengali/media/media_files/2025/05/20/g8OWAUU9zrmm29P7p7Zx.jpg)
তদন্তকারীদের সন্দেহ, ‘ভ্লগিং’-এর আড়ালে সে বাংলাদেশি চরদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছিল। ইতিমধ্যেই জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করছে জাতীয় তদন্ত সংস্থা (NIA) ও ইন্টেলিজেন্স ব্যুরো। পাকিস্তান, চিন-সহ একাধিক দেশে তার ভ্রমণের উদ্দেশ্য নিয়েও তদন্ত চলছে।
তবে গোয়েন্দা সূত্রের খবর, জেরায় জ্যোতি যথেষ্ট নির্লিপ্ত। উল্টে সে গোয়েন্দাদের বিরুদ্ধেই বাকস্বাধীনতা খর্ব করার অভিযোগ তুলছে, যা তদন্তকে আরও জটিল করে তুলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us