নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ সংশোধনী আইন বিরোধী আন্দোলনের জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া অশান্তি নিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন তিনি।
মঙ্গলবার উত্তরপ্রদেশের হারদোইতে এক জনসভা থেকে যোগী বলেন, “বাংলা জ্বলছে, আর মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছেন। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণের একমাত্র উপায় হল ডান্ডা (লাঠি)।”
তিনি আরও বলেন, “২০১৭-র আগে উত্তরপ্রদেশে দু’তিন দিন অন্তর দাঙ্গা হতো। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর সেই অশান্তির গ্রাফ কমেছে। কারণ আমরা কঠোর হাতে আইনশৃঙ্খলা রক্ষা করেছি। বাংলার সরকার বিক্ষোভকারীদের ছাড় দিয়ে যাচ্ছে, নিরপেক্ষতার নামে অরাজকতা মেনে নিচ্ছে।” যোগী মন্তব্য করেন, “যদি কেউ বাংলাদেশের পরিস্থিতিকে সমর্থন করে, তাহলে তাদের ওখানেই চলে যাওয়া উচিত। ভারতের বোঝা বাড়ানোর দরকার নেই।”
/anm-bengali/media/media_files/2025/04/14/2CcehXCmEVw4ETzD1SZK.jpg)
কেবল তৃণমূল নয়, কংগ্রেস ও সমাজবাদী পার্টিকেও নিশানা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, “বাংলায় যা হচ্ছে, সেই নিয়ে এরা চুপ কেন? মানুষের জীবনে যখন বিপর্যয় নেমে এসেছে, তখন কেন এই নীরবতা?”
প্রসঙ্গত, গত শুক্রবার থেকে মুর্শিদাবাদে লাগাতার অশান্তি চলছে। বিভিন্ন জায়গায় বোমাবাজি, আগুন লাগানো, লুটপাটের অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়েই প্রশ্ন তুলছেন যোগী আদিত্যনাথ। তাঁর মন্তব্যের পর রাজ্য-রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে।