দিশানি পাটানির বাড়িতে গুলি! এবার কঠোর ব্যববস্থা নিতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

দিশা পাটানির বাবাকে ফোন করে নিরাপত্তা জোরদার করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

author-image
Tamalika Chakraborty
New Update
yogi adityanath rt.jpg

নিজস্ব সংবাদদাতা: বলিউড অভিনেত্রী দিশা পাটানির পরিবারকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তরপ্রদেশের বেয়ারেলিতে। রবিবার রাতে অজ্ঞাতপরিচয় দুই বন্দুকধারী দিশার বাবার বাড়ির সামনে নির্বিচারে গুলি চালায়। ঘটনায় কেউ হতাহত না হলেও পরিবার ভয় ও আতঙ্কে ভেঙে পড়ে।

দিশা পাটানির বাবা, যিনি পেশায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, ঘটনার পরেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ফোন পান। মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে কথা বলে আশ্বাস দেন—দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবারকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে।

এরই মধ্যে গোল্ডি বরাড় গ্যাং এবং গ্যাংস্টার রোহিত গোদারার এক সদস্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে হামলার দায় স্বীকার করেছে। পোস্টে দাবি করা হয়েছে, অভিনেত্রীর বোন নাকি হিন্দু সাধু-সন্তদের নিয়ে অশ্রদ্ধাশীল মন্তব্য করেছিলেন, আর সেই কারণেই এই আক্রমণ চালানো হয়েছে।

disha

ঘটনার গুরুত্ব বুঝে উত্তরপ্রদেশ পুলিশ ইতিমধ্যেই পাঁচটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। এলাকায় কড়া নজরদারি চলছে, পাশাপাশি সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনা শুধু দিশা পাটানির পরিবারকেই নয়, গোটা শহরকে আতঙ্কিত করে তুলেছে। এখন সবার নজর পুলিশের তদন্ত এবং মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বাস কতটা দ্রুত কার্যকর হয়, তার দিকেই।