/anm-bengali/media/media_files/2025/09/01/yamuna-aaa-2025-09-01-19-08-26.jpg)
নিজস্ব সংবাদদাতা: দিল্লির যমুনা নদীর জলস্তর দ্রুত বাড়ছে এবং মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তা বিপজ্জনক সীমা ২০৬ মিটার ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এজন্য প্রশাসন যমুনার তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।
সোমবার দুপুর ১২টায় পুরনো রেলওয়ে ব্রিজে (ওল্ড রেলওয়ে ব্রিজ/ORB) যমুনার জলস্তর মাপা হয় ২০৪.৮৭ মিটার, যা ইতিমধ্যেই সতর্কবার্তা মাত্রা ২০৪.৫০ মিটারের ওপরে এবং বিপদসীমা ২০৫.৩৩ মিটারের কাছাকাছি পৌঁছে গেছে। সাধারণত জল ২০৬ মিটারে পৌঁছালে সরাসরি লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়। রাজধানীর বন্যা পরিস্থিতি বোঝার জন্য ORB-ই সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপার জায়গা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/17/yamuna-a-2025-08-17-22-53-15.jpg)
জলস্তর বেড়ে যাওয়ার মূল কারণ হরিয়ানার হাতনিকুণ্ড ব্যারেজ থেকে বিপুল পরিমাণ জল ছাড়ানো। সোমবার সকাল ৯টায় এই ব্যারেজ থেকে ৩ লাখ ২৯ হাজার কিউসেকের বেশি জল ছাড়া হয়। পাশাপাশি দিল্লির ওয়াজিরাবাদ ব্যারেজ থেকেও প্রায় ৩৮,৯০০ কিউসেক জল ছেড়ে দেওয়া হয়েছে, যা নদীর স্তরকে আরও উঁচু করছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওপরের ব্যারেজগুলো থেকে ছাড়া জল সাধারণত ৪৮ থেকে ৫০ ঘণ্টার মধ্যে দিল্লিতে পৌঁছায়। তাই আগামী কয়েক দিনে যমুনার জল আরও বাড়বে এবং রাজধানীর নিম্নাঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা তৈরি হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us