/anm-bengali/media/media_files/jKqQrzC3OUKOdAw1Z4K8.jpg)
নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর পাকিস্তানের উপর চাপ বাড়াচ্ছে ভারত। এই ঘটনার পর গোটা বিশ্বে পাকিস্তানের সমর্থনে সন্ত্রাসের বিষয়টি তুলে ধরতে সাতটি সর্বদলীয় ভারতীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে। তাঁরা বিভিন্ন দেশের সরকার এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য ব্যাখ্যা করছেন এবং জানাচ্ছেন, ভারত এখন এক ‘নতুন পরিস্থিতি’ তৈরি করেছে, যেখানে জবাব হবে স্পষ্ট এবং কড়া।
/anm-bengali/media/media_files/2025/05/11/oyQmhMoRQELfy9OK56Pk.jpg)
এই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুক্রবার পৌঁছায় ডেনমার্কে। সেখানকার ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার আগে অনুষ্ঠানস্থলের বাইরে কিছু পাকিস্তানি প্রতিবাদ শুরু করেন। তবে রবিশঙ্কর প্রসাদ এবং ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা তাঁদের কড়া ভাষায় প্রত্যাখ্যান করেন। তাঁরা বলেন, এই ধরণের বিক্ষোভ আসলে ভারতের বিরুদ্ধে মনোযোগ ঘোরানোর এক ব্যর্থ চেষ্টা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us