‘দৃশ্যম’ নয়, বাস্তব! স্বামীকে খুন করে ঘরের মেঝের নিচে পুঁতে রাখলেন স্ত্রী, প্রেমিক দিল টাইলস!

দৃশ্যম সিনেমার ধাঁচে স্বামীকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে টাইলস বসাল স্ত্রী ও প্রেমিক।

author-image
Tamalika Chakraborty
New Update
murder wife

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রে ফের এক পরকীয়া সম্পর্কের জেরে ঘটে গেল রোমহর্ষক খুন। অভিযোগ, স্বামীকে ঠাণ্ডা মাথায় খুন করে ঘরের মেঝের নিচে পুঁতে রাখলেন স্ত্রী। এরপর খুনের চিহ্ন মুছে ফেলতে সেই জায়গায় নতুন টাইলস বসিয়ে দিলেন প্রেমিককে সঙ্গে নিয়ে। হুবহু সিনেমার কাহিনির মতো এই ঘটনায় স্তব্ধ গোটা এলাকা।

পুলিশ সূত্রে খবর, নিহতের নাম বিজয় চবন (৩৫)। তার স্ত্রী কোমল চবন ও প্রেমিক মনু মিলে এই নির্মম হত্যাকাণ্ড ঘটায়। মুম্বই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের নালাসোপারার গাডগপাড়া এলাকার সাই ওয়েলফেয়ার সোসাইটির ঘরেই খুনের পর দেহ পুঁতে ফেলা হয়।

dead

মৃতের দুই ভাই গত ১৫ দিন ধরে নিখোঁজ থাকা বিজয়ের খোঁজে সোমবার ওই বাড়িতে আসেন। তখনই টাইলসে রঙের অমিল দেখতে পান তাঁরা। সন্দেহ হওয়ায় টাইলস তুলে ফেলতেই ঘর থেকে বেরোতে থাকে দুর্গন্ধ। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়। শুরু হয় মেঝে খুঁড়ে দেহ উদ্ধারের কাজ।

এই হত্যাকাণ্ডের পদ্ধতি জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র ‘দৃশ্যম’-এর মতো হওয়ায় নেটমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কোমল ও মনুকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।