/anm-bengali/media/media_files/2025/10/13/women-died-2025-10-13-18-35-56.png)
নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের বারনালা শহরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে গেল শনিবার রাতে। ৫৯ বছরের আশা রানী দীর্ঘ দিনের মতোই করবা চৌথে স্বামী তারসেম লালের দীর্ঘায়ু কামনায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নির্জলা উপবাস রেখেছিলেন। সারা দিন প্রার্থনা, নীরব ধ্যানের পর রাতে স্থানীয় পাড়ার মহিলাদের সঙ্গে ঘরোয়া করবা চৌথ উৎসবে হাজির হন তিনি। পাশে ছিলেন তাঁর স্বামী ও নাতনী।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
চোখে মুখে উৎসবের উল্লাস, হাতে চুড়ি, গলায় অলংকার, আর মন ভরা আনন্দ—নাচের তালে তালে হাসি ছড়াচ্ছিলেন আশা রানী। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করেই নাচের মাঝেই মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। তখনই উপস্থিতরা কিছু বুঝে ওঠার আগেই তাঁর শরীর নিস্তেজ হয়ে যায়। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা জানান, হৃদযন্ত্র বিকল হয়ে গিয়েছে, ইতিমধ্যেই তিনি মারা গিয়েছেন।
ঘটনায় শোকে মুহ্যমান পুরো এলাকা। দিনের পর দিন করবা চৌথের মতো শুভ দিনে যে প্রার্থনা ও আনন্দে ভরে ওঠে চারদিক, সেই দিনই যে এমন মর্মান্তিক পরিণতি হতে পারে, তা কেউ ভাবেনি। স্থানীয়রা বলছেন, ওই মুহূর্তে উৎসবের গান বন্ধ হয়ে যায়, কান্নার শব্দে গমগম করে ওঠে চারদিক। উৎসবের রাত পাল্টে যায় মৃত্যু–শোকের রাতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us