আটার মধ্যে লুকিয়ে ছিল মরণ ফাঁদ! বউমার হাতে নিঃশব্দে মুছে যেতে বসেছিল পুরো পরিবার

আটার মধ্যে বিষ মিশিয়ে পরিবারের আট জনকে মেরে ফেলতে চেয়েছিল বাড়ির বৌ ও তাঁর বাবা।

author-image
Tamalika Chakraborty
New Update
malati

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার মালাকিয়া বাজহা খুররম গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনা সামনে এসেছে। আট জনের একটি গোটা পরিবারকে একসঙ্গে বিষ খাইয়ে খুনের ষড়যন্ত্র রুখে দিল সতর্কতা। অভিযোগ, পারিবারিক কলহের জেরে পরিবারের আট সদস্যকে মেরে ফেলার পরিকল্পনা করেছিলেন মালতি দেবী নামে এক গৃহবধূ। সেই পরিকল্পনায় তাকে সহায়তা করেন তাঁর নিজের বাবাও। পুলিশ ইতিমধ্যেই দু’জনকেই হেফাজতে নিয়েছে।

ঘটনাটি ঘটে ব্রিজেশ কুমারের বাড়িতে। পুলিশ সূত্রে জানা গেছে, মালতি দীর্ঘদিন ধরে তাঁর দেওরের স্ত্রী মানজু দেবীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। অভিযোগ, প্রায় প্রতিদিনই পারিবারিক অশান্তির শিকার হতে হচ্ছিল তাঁকে। সেই কারণেই একসময় মালতি এমন ভয়ংকর সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

Arrest

ঘটনার দিন, খাবার তৈরির সময় মানজু দেবী হঠাৎ গমের আটার মধ্যে এক অদ্ভুত, তীব্র গন্ধ পান। সন্দেহ হওয়ায় তিনি বাকিদের সতর্ক করেন। এরপর পরিবারের লোকজন মালতিকে জিজ্ঞাসাবাদ করলে, মালতি নিজেই স্বীকার করে নেন যে তিনি আটার সঙ্গে মিশিয়েছিলেন বিষাক্ত সালফোস (অ্যালুমিনিয়াম ফসফাইড)। তাঁর দাবি, তিনি দীর্ঘদিনের ‘নিত্য দিনের মানসিক অত্যাচার’ সহ্য করতে না পেরে এমন পদক্ষেপ নিয়েছেন।

পুলিশ জানিয়েছে, এই সালফোস সাধারণত কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়, এবং মানুষের শরীরে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে। সৌভাগ্যবশত, সময়মতো ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন পরিবারের সদস্যরা। বর্তমানে মালতি ও তাঁর বাবাকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।