ওয়েব সিরিজ দেখেই খুনের ব্লুপ্রিন্ট! স্বামীকে খুন করে নীল ড্রামে পুরে পালালো স্ত্রী

ওয়েবসিরিজ দেখে স্বামীকে খুন করে নীল ড্রামে ভরে রাখল স্ত্রী ও তার প্রেমিক।

author-image
Tamalika Chakraborty
New Update
usband wife

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের জয়পুরে চাঞ্চল্যকর খুনের ঘটনা সামনে এসেছে। স্বামী কর্তৃক মারধর ও সন্দেহ সহ্য করতে না পেরে এক নারী তার প্রেমিক ও আরেক বন্ধুর সহায়তায় স্বামীকে খুন করেন। নিহতের নাম মনোজ, তিনি পেশায় ই-রিকশা চালক।

পুলিশ তদন্তে জানা যায়, অভিযুক্ত নারী সান্তোষ দেবী একটি বিছানার কারখানায় কাজ করতেন। সেখানেই তার পরিচয় হয়  ঋষি শ্রীবাস্তব নামের এক সহকর্মীর সঙ্গে। তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হলে দু’জনে মিলে মনোজকে হত্যার পরিকল্পনা করেন। পরে রিশির বন্ধু মোহিত শর্মাও এই ষড়যন্ত্রে যুক্ত হয়।

খুনের আগে তিনজন মিলে ইন্টারনেটে খোঁজাখুঁজি করে কীভাবে কাউকে হত্যা করা যায় এবং ধরা না পড়ে ফেরা সম্ভব সেই বিষয়ে তথ্য সংগ্রহ করে। শুধু তাই নয়, তারা বিভিন্ন ওয়েব সিরিজ এবং বিখ্যাত খুনের মামলার উপর নির্মিত ধারাবাহিকও দেখেছিল, যাতে পরিকল্পনা আরও নিখুঁত হয়।

dead

এই তিন অভিযুক্ত নতুন সিম কার্ড কেনে এবং খুনের জায়গা হিসেবে কোথায় উপযুক্ত হবে তা বোঝার জন্য একাধিকবার রেকি করে।

গত শনিবার মোহিত নিহত মনোজের ই-রিকশা ভাড়া নেয় এবং বলেছিল তাকে ইসকন মন্দিরে যেতে হবে। রিকশায় ওঠার প্রায় দশ মিনিট পর ঋষি এসে তাদের সঙ্গে যোগ দেয়। এরপর তারা রিকশা একটি নির্জন ফার্মহাউস এলাকায় নিয়ে যায়। সেখানেই ধারালো বিছানার কাটার দিয়ে মনোজের গলা কেটে দেওয়া হয়। খুনের পর ঋষি ও মোহিত নিজেদের জামা-কাপড় বদলে ফেলে এবং সিম কার্ড বন্ধ করে দেয়।

খুনের জায়গায় কোনো সিসিটিভি না থাকায় প্রথমে তদন্তে অসুবিধা হয়। পরে আশপাশের ক্যামেরার ফুটেজ ঘেঁটে পুলিশ অপরাধীদের চিহ্নিত করতে সক্ষম হয়। জেরায় তিন অভিযুক্ত স্বীকার করেছে যে তারা প্রায় এক মাস আগে থেকেই খুনের পরিকল্পনা শুরু করেছিল।