সাতপাকে বাঁধা পড়েও প্রেমের পথে ‘বাধা’ ছিল স্বামী! গুলি করে খুনের ছক স্ত্রী-মামার

বিয়ের ৪৫ দিনের মাথায় স্বামীকে গুলি করে হত্যা করল স্ত্রী।

author-image
Tamalika Chakraborty
New Update
husband

নিজস্ব সংবাদদাতা: মাত্র ৪৫ দিন আগে সাতপাকে বাঁধা পড়েছিলেন বর–বউ। অথচ সেই দাম্পত্যের পরিণতি হলো রক্তাক্ত ট্র্যাজেডিতে। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে স্বামীকে খুনের চক্রান্তে মূল অভিযুক্ত তাঁর স্ত্রী নিজেই! চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশি তদন্তে—প্রেমে অন্ধ হয়ে নিজের মামার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে গিয়ে স্বামীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে ওই নববধূ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম প্রিয়াংশু ওরফে ছোটু। ২৪ জুন রাতে বাইকে করে নিজের গ্রামে ফেরার পথে হামলার শিকার হন তিনি। ঠিক সেই সময়েই ভাড়া করা শুটারদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।

dead

এই হত্যাকাণ্ডে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে রয়েছেন মৃতের স্ত্রী গুঞ্জা সিং ও তার মামা জীভন সিং। ঔরঙ্গাবাদের পুলিশ সুপার আম্ব্রিশ রাহুল জানিয়েছেন, বিয়ের কিছুদিন পরেই গুঞ্জা বুঝতে পারেন, প্রিয়াংশু তাঁর মামার সঙ্গে সম্পর্ক রাখার পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন। তাই মামা জীভন সিং-এর সঙ্গে মিলে পরিকল্পনা করেন স্বামীকে খুন করার।

গুঞ্জা ও জীভন মিলে ভাড়াটে খুনি নিয়োগ করেন এবং বিয়ের মাত্র ৪৫ দিনের মাথায় প্রিয়াংশুকে হত্যা করা হয়। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

এই নির্মম হত্যাকাণ্ডে রীতিমতো শোকস্তব্ধ পরিবার ও গ্রামবাসীরা। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের জেরা শুরু করেছে এবং ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।