তিন সন্তানের মা, তবুও পরকীয়ার ফাঁদে! স্বামীকে গুলি করে খুন করল অঞ্জলি

মেরঠে ফের নৃশংস খুন! পরকীয়ার জেরে স্বামীকে গুলি করে খুন করল স্ত্রী ও প্রেমিক। ‘ব্লু ড্রাম’ খুন কাণ্ডের পর আবারও তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশে। তিন সন্তানের মা অঞ্জলি গ্রেফতার, স্বীকারোক্তিতে উঠল ভয়াবহ তথ্য।

author-image
Tamalika Chakraborty
New Update
ttar pradesh

নিজস্ব সংবাদদাতা:  উত্তরপ্রদেশের মেরঠে ফের এক নারকীয় খুন। পরকীয়ার জেরে স্বামীকে খুন করে পালাল স্ত্রী, সঙ্গে প্রেমিকও। আর এই নৃশংস ঘটনায় ফের মনে পড়ছে কুখ্যাত ‘ব্লু ড্রাম’ খুন কাণ্ডের কথা। স্থানীয় আগওয়ানপুর গ্রাম থেকে শনিবার গ্রেফতার হয়েছে অভিযুক্ত মহিলা অঞ্জলি ও তার প্রেমিক অজয়।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। গ্রামের মাঠে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় রাহুল নামের এক ব্যক্তির দেহ। তার শরীরে তিনটি গুলির চিহ্ন। প্রথমে পুলিশ ভেবেছিল ডাকাতির ঘটনা। কিন্তু তদন্তে মোড় ঘোরে যখন দেখা যায়, মৃতের স্ত্রী অঞ্জলি হঠাৎই উধাও। একই সঙ্গে নিখোঁজ হন পাশের বাড়ির যুবক অজয়।

এরপর পুলিশ সন্দেহের তির ঘুরিয়ে নেয় অঞ্জলির দিকে। ব্যাপক খোঁজাখুঁজির পর দু’জনকে গ্রেফতার করে পুলিশ। জেরায় অজয় স্বীকার করে নেয়, অঞ্জলির নির্দেশেই সে রাহুলকে খুন করেছে। প্রেমিকের বয়ানে উঠে আসে ভয়াবহ সত্যি—রাহুল জানতে পেরেছিলেন স্ত্রীর পরকীয়ার কথা। সেই কারণেই অঞ্জলি নাকি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পরিকল্পনা করেন স্বামীকে সরিয়ে দেওয়ার।

arrested 123

অজয় জানায়, অঞ্জলি-ই রাহুলকে মাঠে ডেকে পাঠায়, তারপর কাছ থেকে গুলি চালানো হয়। তিনটি গুলি লাগে রাহুলের দেহে। খুনের পর গ্রাম ছেড়ে পালিয়ে যায় দু’জন। পুলিশ জানিয়েছে, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুনের পরিকল্পনা অনেক আগেই করা হয়েছিল। অঞ্জলির ঠান্ডা মাথায় সাজানো ষড়যন্ত্রে প্রাণ হারাল রাহুল।”

এই ঘটনা মেরঠের মানুষকে কাঁপিয়ে দিয়েছে। কারণ কয়েক মাস আগেই এখানেই ঘটেছিল ভয়ঙ্কর ‘ব্লু ড্রাম’ হত্যাকাণ্ড। সেখানেও স্ত্রী ও প্রেমিক মিলে খুন করেছিল স্বামীকে—দেহ কেটে ড্রামে ভরে পালিয়ে গিয়েছিল হিমাচল। বর্তমান ঘটনাও যেন সেই আতঙ্কের পুনরাবৃত্তি।

পুলিশ এখন অঞ্জলি ও অজয়ের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র ও অবৈধ সম্পর্কের ধারায় মামলা দায়ের করেছে। গোটা গ্রাম এখনও হতবাক—তিন সন্তানের মা কীভাবে এমন নির্মম হতে পারে, সেই প্রশ্নই ঘুরছে সবার মুখে।