ক্ষুধার্ত লড়াই থেকে কারাগারে—জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের আন্দোলন ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ

সোনম ওয়াংচুককে যোধপুরের জেলে নিয়ে আসা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Sonam Wangchuk

নিজস্ব সংবাদদাতা: লাদাখের জলবায়ু কর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করার পর এবার তার স্ত্রী গীতাঞ্জলি জে. আঙ্গমো অভিযোগ তুলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ছুঁড়েছিল সিআরপিএফ (CRPF), আর সেখান থেকেই সহিংসতা ছড়িয়ে পড়ে।

গত শুক্রবার ওয়াংচুককে লেহ পুলিশ জাতীয় নিরাপত্তা আইন (NSA) অনুযায়ী গ্রেপ্তার করে। সহিংস বিক্ষোভে অন্তত চারজনের মৃত্যু এবং ৯০ জনের বেশি আহত হওয়ার ঘটনার কয়েকদিন পরই তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাকে রাজস্থানের যোধপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

ladakh

অভিযোগ করা হচ্ছে, ওয়াংচুক তার আন্দোলন চলাকালে দেওয়া বক্তব্যে মানুষকে উসকে দিয়েছিলেন। তিনি মূলত লাদাখকে ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা এবং পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন।

এই আন্দোলন পরিচালনা করছিলেন ওয়াংচুক নিজে, পাশাপাশি লেহ এপেক্স বডি এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স। দাবি আদায়ের জন্য ওয়াংচুক ১০ সেপ্টেম্বর থেকে অনশন শুরু করেন এবং ১৫ দিন পর ২৪ সেপ্টেম্বর তা শেষ করেন। তখন তিনি বলেন, সহিংসতা বাড়ছে বলে তিনি অনশন ভাঙতে বাধ্য হচ্ছেন।