ওয়াকফ সংশোধনী বিলে মূলত কারা সুবিধা পাবেন! জেনে নিন

বিজেপি সাংসদ বলেন, দেশের পিছিয়ে পড়া শ্রেণি, তালাকপ্রাপ্ত ও বিধবা মহিলা, গৃহহীন, শিয়া, সুন্নি, আহমদ সম্প্রদায়ের মুসলমানরা সুবিধা পাবেন।

author-image
Tamalika Chakraborty
New Update
bjp mp dinesh sharma


নিজস্ব সংবাদদাতা: ইতিমধ্যে ওয়াকফ সংশোধনী বিলের অনুমোদন দিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ দীনেশ শর্মা বলেছেন, "এই বিলটি দেশের পিছিয়ে পড়া শ্রেণি, তালাকপ্রাপ্ত ও বিধবা মহিলা, গৃহহীন, শিয়া, সুন্নি, আহমদ সম্প্রদায়ের মুসলমানরা সমর্থন করেছিলেন। রাজনীতিবিদদের এ থেকে শিক্ষা নেওয়া উচিত যে বিলটি মুসলমানদের ক্ষমতায়নের জন্য। এটি সমস্ত ভারতীয়ের জয়।"

dinesh sharma