/anm-bengali/media/media_files/9JTymuGGtQaxWTdtUgDS.jpg)
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও অমিত শাহের সঙ্গে মহারাষ্ট্রের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারের বৈঠক হয়। বৈঠকের পর মহারাষ্ট্রের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী বলেন, "বৈঠকটি ভালো এবং ইতিবাচক ছিল। এটিই প্রথম বৈঠক। আমরা অমিত শাহ এবং জেপি নাড্ডার সাথে আলোচনা করেছি। মহাযুতির আরেকটি বৈঠক হবে। এই বৈঠকে একটি সিদ্ধান্ত হবে। কে হবেন মুখ্যমন্ত্রী তা নিয়ে বৈঠক হবে মুম্বইয়ে।"
Delhi | Maharashtra caretaker CM Eknath Shinde says, "The meeting was good and positive. This was the first meeting. We had a discussion with Amit Shah and JP Nadda...There will be another meeting of the Mahayuti. In this meeting, a decision will be taken about who will be the… pic.twitter.com/xps8yknhT8
— ANI (@ANI) November 28, 2024
মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে জল্পনার শেষ নেই। অন্যদিকে, দিল্লিতে জেপি নাড্ডা ও অমিত শাহের সঙ্গে অজিত পাওয়ার, একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফড়নবিশের বৈঠক হয়েছে। মধ্যরাত অবধি বৈঠক হয়। তারপরেই একনাথ শিন্ডে মুম্বইয়ের উদ্দেশ্যে রহনা দেন। শুক্রবার ভোরে তিনি মুম্বই পৌঁছান। জানা গিয়েছে, বৈঠক সম্পূর্ণ হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মতির প্রয়োজন। একনাথ শিন্ডে আগেই বলেছিলেন, তিনি বাধা হবেন না। বিজেপির তরফে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তাতেই তাঁর সম্মতি রয়েছে। অন্যদিকে, বিজেপি দেবেন্দ্র ফড়নবিশকে মুখ্যমন্ত্রী করতে চায়। একনাথ শিন্ডে বলেন, "আমি প্রধানমন্ত্রী মোদিকে বলেছি যে আমি বাধা হব না। তিনি যা সিদ্ধান্ত নেবেন আমরা তাই মেনে নেবো।"
/anm-bengali/media/media_files/oj5sGSDwYlMo3cZ5h8iM.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us