/anm-bengali/media/media_files/WnO1I9GyAf4ovSPj8aRk.jpg)
নিজস্ব সংবাদদাতা: বর্তমানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেস ক্ষমতায় রয়েছে। তবে লোকসভা নির্বাচনের ফলাফল দেখলে বোঝা যায়, শাসক জোট বিজেপির থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। লোকসভা নির্বাচনের ফলাফলের ওপর নজর রাখলে বোঝা যায় বিজেপি কতটা এগিয়ে রয়েছে। গত বিধানসভা নির্বাচনে বিজেপি এবং আজসুর ঝুলিতে এসেছিল ২৮টি। আর জেএমএম-কংগ্রেস জোটের ঝুলিতে এসেছিল মোট ৪৪টি আসন।
গত লোকসভায় ১৪টি আসনের মধ্যে ৯টিতেই জয়ী হয় বিজেপি। শাসক জোটের হাতে আসে মাত্র পাঁচটি আসন। তৎকালীন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন সহ রাজ্যের আরও ৬ জন মন্ত্রীর বিধানসভা এলাকা বিজেপির সময় পিছিয়ে ছিল। কিন্তু লোকসভা নির্বাচনের পরেই জেএমএম এর প্রাক্তন নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন বিজেপিতে যোগ দেন। যার ফলে ওই এলাকাগুলোতে বিজেপি আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে।
সার্বিক ভাবেও লোকসভার ফলাফলের নিরিখে বিধানসভায় পিছিয়ে পড়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের জোট। ৮১টি বিধানসভা কেন্দ্রের নিরিখে দেখতে গেলে লোকসভা ভোটে বিজেপি এগিয়ে ছিল ৫০টি আসনে। এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের জোট এগিয়ে ছিল মাত্র ২৯টি আসনে। তবে বিধানসভা নির্বাচনে আদতে কোন দল এগিয়ে থাকে সেটাই এখন দেখার।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us