কন্যা সন্তান কখনই বাবা-মায়ের বোঝা নয়!

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পুদুচেরির প্রাক্তন উপ-রাজ্যপাল কিরণ বেদী বলেছেন, কন্যা সন্তান কখনই বাবা-মায়ের বোঝা নয়।

author-image
Tamalika Chakraborty
New Update
kiran bedi


নিজস্ব সংবাদদাতা: কন্যা সন্তান কখনই বাবা-মায়ের ওপর বোঝা হতে পারে না বলে মন্তব্য করলেন কিরণ বেদী।  আন্তর্জাতিক নারী দিবসে পুদুচেরির প্রাক্তন উপ-রাজ্যপাল কিরণ বেদী বলেছেন, "বাবা-মায়ের উচিত সর্বশক্তিমানকে ধন্যবাদ জানানো যে তাঁদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। যতক্ষণ না বাবা-মা তাঁদের কন্যাকে ঈশ্বরের উপহার হিসেবে বিবেচনা করবেন, ততক্ষণ কন্যারা দুর্বলই থাকবে। কন্যা সন্তানকে বোঝা নয় বরং আশীর্বাদ হিসেবে বিবেচনা করা উচিত। যখন বাবা-মা কন্যাদের আশীর্বাদ হিসেবে বিবেচনা করতে শুরু করেন, তখন তাঁদের লালন-পালনও ভালো হবে। যখন লালন-পালন ভালো হবে, তখন ভিত্তি তৈরি হবে, যখন ভিত্তি তৈরি হবে, তখন তাঁর চরিত্র তৈরি হবে। সেই কন্যা সন্তান সাহসী হতে শুরু করবেন এবং তার পিতামাতার সেবাও করবেন।"

kiran bedi