নিজস্ব সংবাদদাতা:আহমেদাবাদের ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার তদন্তে এবার আন্তর্জাতিক সহযোগিতা শুরু হয়েছে। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করতে এসে এক ব্রিটিশ বিমান চলাচল বিশেষজ্ঞ বলেন, "ঘটনাস্থলে আমরা এমন কিছু দেখিনি যা আপনারা আগে দেখেননি। যা দেখা যাচ্ছে, সেটাই ঘটেছে।" তার মন্তব্যে বোঝা যাচ্ছে যে দুর্ঘটনার কোনো ‘গোপন চমক’ ছিল না, দৃশ্যমান ক্ষতিই স্পষ্ট।
বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১, একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে মাত্র একজন জীবিত উদ্ধার হন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় যুক্তরাজ্যের ৫০ জনেরও বেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তাই আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যের ‘এয়ার অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চ’ (AAIB) এই তদন্তে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে এবং ‘বিশেষজ্ঞ’ মর্যাদাও পেয়েছে।
পাশাপাশি, যেহেতু বিমানটি আমেরিকান কোম্পানি বোয়িং-এর তৈরি, তাই তদন্তে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)-ও। ভারতের পক্ষ থেকে ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) ও অন্যান্য সংস্থা তদন্তে নেতৃত্ব দিচ্ছে।
তদন্তের প্রাথমিক পর্যায়ে এখন পর্যন্ত কোনো বিস্ময়কর প্রমাণ মেলেনি, তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের উপস্থিতি তদন্তকে আরও গভীরতা দেবে বলে মনে করছে প্রশাসন।
VIDEO | Air India Crash: Experts from the UK and senior Air India officials leave the crash site after conducting an inspection. Here's what an expert said:
— Press Trust of India (@PTI_News) June 15, 2025
"We saw what you guys saw. It’s just the same as you can see from here."#Ahmedabadplanecrash
(Full video available on… pic.twitter.com/vb7KQSeVvY
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us