বাংলায় SIR-এর আগেই হুমকি ও ভয় দেখানো শুরু! কী বললেন প্রধান নির্বাচন কমিশনার?

বাংলায় SIR শুরু হওয়ার আগেই BLOদের হেনস্থার অভিযোগে চাঞ্চল্য। কেউ বন্দুকের ভয় দেখানো, কেউ প্রলোভনের অভিযোগ করেছেন। নিরাপত্তা চেয়ে চিঠি BLOদের, কমিশনের জবাব—রাজ্য প্রশাসনেরই দায়িত্ব BLOদের নিরাপত্তা দেওয়া।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা:  রাত পোহালেই বাংলায় শুরু হচ্ছে বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR। কিন্তু তার আগেই মাঠে নেমে পড়া BLO-দের (বুথ লেভেল অফিসার) নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের কাজ করতে গিয়ে BLOদের হেনস্থার শিকার হতে হচ্ছে।

সোমবার সাংবাদিক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার-এর কাছে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আশা করব, এরকম কোনও ঘটনা ঘটলে রাজ্য প্রশাসন ব্যবস্থা নেবে। আমার মনে হয় না এমন পরিস্থিতি তৈরি হবে, যাতে কমিশনকে সরাসরি হস্তক্ষেপ করতে হয়।”

এর আগেই, বাংলার একাংশ BLO চিঠি লিখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) কাছে সেনা বা অতিরিক্ত নিরাপত্তার দাবি জানিয়েছিলেন। তাঁদের অভিযোগ, এনুমেরেশন ফর্ম এখনো ছাপা হয়নি, অথচ ইতিমধ্যেই তাঁদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে।

একজন BLO জানান, “আমাদের বলা হচ্ছে, যাদের আধার কার্ড আছে, তাদের নাম যেভাবেই হোক ভোটার তালিকায় তুলতে হবে।” অনেক BLO এই নির্দেশে আপত্তি জানিয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ অভিযোগ করেছেন, ভয় দেখাতে বন্দুক দেখানো হয়েছে, আবার অনেক ক্ষেত্রে টাকা বা প্রলোভন দেওয়ার চেষ্টাও চলছে।

blo a

এই পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর আকার নিচ্ছে কলকাতার গুলশন কলোনি ও খিদিরপুর এলাকায়, যেখানে একাধিক BLO হুমকির অভিযোগ তুলেছেন। প্রশ্ন উঠছে—যখন ফর্মই এখনো হাতে আসেনি, তখন কীভাবে BLOদের উপর এইরকম চাপ তৈরি হচ্ছে?

এই প্রসঙ্গে CEC জ্ঞানেশ কুমার বলেন, “সংবিধান অনুযায়ী, রাজ্যের প্রশাসন নির্বাচনের সময় কমিশনকে প্রয়োজনীয় কর্মী দিতে বাধ্য। সেইসঙ্গে তাঁদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বও রাজ্যের প্রশাসনের।”

অর্থাৎ, কমিশনের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, BLO-দের নিরাপত্তা রক্ষার দায়িত্ব রাজ্য প্রশাসনেরই, কমিশন কেবল পর্যবেক্ষক হিসেবে ভূমিকা নেবে।

এদিকে রাজ্যে SIR শুরুর আগের দিন থেকেই এই ঘটনাগুলি ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন, এই পরিস্থিতি যদি চলতে থাকে, তবে ভোটার তালিকা প্রক্রিয়া শুরু হওয়ার আগেই মাঠের কর্মীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হবে।