নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের গাজিপুরের নন্দগঞ্জ এলাকায় ‘কাশী ধাবা’র মালিক সাহিল যাদব জানিয়েছেন, সোমবার ভোররাতে তাঁর ধাবায় এসে সাহায্য চান সোনম রঘুবংশী, যিনি বর্তমানে নিজের স্বামী, রাজা রঘুবংশীকে হত্যার মামলায় প্রধান অভিযুক্ত।
সাহিল যাদব বলেন, “রাত প্রায় ১টার সময়, সোনম রাস্তার ধারে হাঁটছিলেন। তিনি আমার ধাবায় এসে সাহায্য চাইলেন। জানালেন, তাঁর ফোন চুরি হয়েছে এবং পরিবারের সঙ্গে জরুরি কথা বলতে হবে। আমি তাঁকে নিজের ফোন দিলাম। তিনি একটি নম্বর দিলেন, আমি ডায়াল করলাম। এরপর তিনি ফোনে পরিবারের সঙ্গে কথা বললেন।”
/anm-bengali/media/media_files/2025/06/09/UgzDK8CUSjcFsK63R0el.JPG)
যাদব জানান, সোনম এতটাই কাঁদছিলেন যে স্পষ্ট করে কিছু বলতে পারছিলেন না। তিনি বলেন, “তিনি কাঁদতে কাঁদতে জল চাইলেন। আমি তাঁকে জল দিলাম। কথা বলতে না পারায়, আমিই ফোনে তাঁর পরিবারের সঙ্গে কথা বলি। তাঁরা আমাকে অনুরোধ করেন যেন আমি কাছাকাছি কোনও থানায় যোগাযোগ করি, যাতে তাঁর নিরাপত্তা নিশ্চিত হয়।”
কিছুক্ষণ পরে সাহিল যাদব আবার সোনমের সঙ্গে কথা বলেন। তখন সোনম জানান, “গত মে মাসে আমার বিয়ে হয়। আমি ও আমার স্বামী হানিমুনে মেঘালয় যাই। ওখানে কিছু লোক আমার গয়না ছিনিয়ে নিতে গেলে রাজা আমাকে বাঁচাতে এগিয়ে আসে, আর তখন ওদের হাতে খুন হয়।” তবে কীভাবে তিনি গাজিপুরে এসে পৌঁছেছেন, তা তিনি মনে করতে পারছেন না বলে জানান।