/anm-bengali/media/media_files/2025/08/23/ganja-2025-08-23-11-35-51.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারতের রাজস্ব গোয়েন্দা দফতর (DRI) বিশাল মাদক পাচার চক্রের জাল ভেঙে দিল। বিশেষ অভিযান “WeedOut”-এর মাধ্যমে তারা হাইড্রোপনিক ক্যানাবিস (গাঁজা)-এর এক বড় নেটওয়ার্ককে ধরতে সক্ষম হয়েছে। গত ১৯ ও ২০ আগস্ট বেঙ্গালুরু, ভোপাল এবং দিল্লি জুড়ে অভিযান চালিয়ে মোট ৭২ কেজিরও বেশি মাদক উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতার হয়েছে মোট ৬ জন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/28/arrested-a-2025-07-28-18-53-37.jpg)
১৯ আগস্ট ভোপাল রেলওয়ে স্টেশনে রুটিন চেকিং-এর সময় রাজধানী এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় ২৪.১৮৬ কেজি হাইড্রোপনিক গাঁজা। পরের দিন, অর্থাৎ ২০ আগস্ট একই ট্রেনের আরেক যাত্রীর কাছ থেকে আরও ২৯.৮৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
এই সূত্র ধরে তদন্তকারীরা পৌঁছে যায় বেঙ্গালুরুর এক হোটেলে। সেখান থেকে তারা আটক করে এমন এক যাত্রীকে, যিনি সম্প্রতি থাইল্যান্ড থেকে ফিরেছিলেন। তার কাছ থেকেও পাওয়া যায় প্রায় ১৭.৯৫৮ কেজি গাঁজা।
DRI-এর দাবি, এটি ভারতের অন্যতম বড় আন্তর্জাতিক মাদক পাচার চক্র, আর ধৃতদের মধ্যে রয়েছে এই নেটওয়ার্কের এক প্রধান সহযোগীও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us