/anm-bengali/media/media_files/7YAdcq0U2TR8vQcXdNBh.jpg)
নিজস্ব সংবাদদাতা:কলকাতাবাসীর জন্য এ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ। টানা এক সপ্তাহ ধরে চলা একঘেয়ে ঝিরঝিরে বর্ষণের পর অবশেষে সাময়িক মুক্তি মিলেছে। দক্ষিণবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপ এখন সরেছে ঝাড়খণ্ডের দিকে, ফলে শহরের আকাশ থেকে একটু একটু করে পাতলা হচ্ছে মেঘের চাদর।
তবে সুখবরের মাঝেই রয়েছে সতর্কতা। হাওয়া অফিস স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্ষা এখনও পুরোদমে বিদায় নিচ্ছে না। বরং দক্ষিণবঙ্গের আকাশে এখনও সক্রিয় রয়েছে শক্তিশালী মৌসুমি বায়ুর প্রভাব। যার জেরে মাঝেমধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও থাকবে অনেক বেশি, ফলে গুমোট অস্বস্তি থেকেই যাবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে সোমবার ও বুধবার এই পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির দাপট মারাত্মক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/27/6QrQ4WaIC2lL27k9EOft.webp)
সোমবার পুরুলিয়া ও দুই চব্বিশ পরগনাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরলেও, নিম্নচাপটি এখনও দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন অঞ্চলে সক্রিয় রয়েছে। এটি ধীরে ধীরে উত্তর ছত্রিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে। সেই সঙ্গে শ্রীগঙ্গানগর থেকে দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখাও কার্যকর রয়েছে। ফলে এই অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে।
আজ শনিবার কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা শুক্রবারের তুলনায় অনেকটাই কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে পরিস্থিতি একটু একটু করে বদলাতে শুরু করলেও, ফের সোমবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার ও বুধবার আরও খারাপ হওয়ার ইঙ্গিত রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও উত্তর দিনাজপুরে টানা ভারী বৃষ্টিতে জল জমার আশঙ্কা থাকছে। নদীর জলস্তর বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।
অর্থাৎ একদিকে কলকাতার আকাশে কিছুটা রোদের ছোঁয়া, অন্যদিকে উত্তরবঙ্গে প্রকৃতির ধাক্কা আরও প্রবল হতে পারে। এখনও অনেকটা বর্ষার মরসুম বাকি, তাই হালকা হয়ে এলেও বৃষ্টি থেকে সম্পূর্ণ রেহাই মিলছে না এখনই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us