বৃষ্টি থেকে রোদে: বর্ষা যাচ্ছে, শীত আসছে! IMD জানাল আগামী ৩ দিনে বড় পরিবর্তন

অবশেষে দেশ থেকে বিদায় নিচ্ছে বর্ষা। কব থেকে পড়বে ঠান্ডা?

author-image
Tamalika Chakraborty
New Update
cyclone rain

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, এখন এমন সব আবহাওয়াগত পরিস্থিতি তৈরি হয়েছে যা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (monsoon) আরও পশ্চাদপসারণ বা বিদায় প্রক্রিয়া শুরু হওয়ার জন্য অনুকূল। আগামী তিন থেকে চার দিনের মধ্যে মৌসুমি বায়ু গুজরাটের বাকি অংশ, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের আরও কিছু এলাকা, এবং মহারাষ্ট্রের কিছু অংশ থেকে সরে যাবে বলে আশা করা হচ্ছে।

সাধারণত মহারাষ্ট্র থেকে মৌসুমি বায়ুর বিদায় শুরু হয় অক্টোবরের ৫ তারিখের আশপাশে, কিন্তু এবার প্রক্রিয়াটি আটকে ছিল ২৬ সেপ্টেম্বর থেকে। IMD-এর এক কর্মকর্তা জানিয়েছেন, একবার মহারাষ্ট্রে মৌসুমি বায়ুর বিদায় শুরু হলে তা দ্রুত মুম্বই ও পুণেতেও পৌঁছে যাবে, যেখানে সাধারণত মৌসুমি বায়ু বিদায় নেয় অক্টোবরের ৮ ও ৯ তারিখে।

Rain

তবে এই দেরির পেছনে রয়েছে বঙ্গোপসাগরের ধারাবাহিক আবহাওয়ার সিস্টেমগুলোর প্রভাব। প্রথম সিস্টেমটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে মধ্য ও উত্তর-পশ্চিম ভারতে ব্যাপক বৃষ্টিপাত ঘটায় এবং পরে তা গুজরাট উপকূলের কাছে ঘূর্ণিঝড় ‘শক্তি’তে পরিণত হয়।

এরপর বঙ্গোপসাগরে আরও একটি নতুন সিস্টেম তৈরি হয়, যা বিহার পর্যন্ত পৌঁছে যায়, এবং এর ফলেই রাজ্যের বিভিন্ন জায়গায় আবার বৃষ্টি শুরু হয়। এই ধারাবাহিক বৃষ্টির কারণেই মৌসুমি বায়ুর বিদায় প্রক্রিয়া আরও দেরি হয়ে গেছে।

আবহাওয়া দফতর বলছে, এখন আকাশে পরিষ্কার পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বাতাসের দিকও পরিবর্তিত হচ্ছে — ফলে আগামী কয়েকদিনের মধ্যেই মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিতে পারে।