নিজস্ব সংবাদদাতা: গত মাসে মেঘালয়ে ভয়াবহভাবে খুন হন ইন্দোরের পরিবহণ ব্যবসায়ী রাজা রঘুবংশী। সদ্য বিবাহিত স্ত্রী সোনাম রঘুবংশীকে সঙ্গে নিয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন রাজা। সেই সময়ই ঘটে এই মর্মান্তিক ঘটনা। ঘটনার এক মাস পর অবশেষে খুনে ব্যবহৃত ধারালো দা (ম্যাচেটি) উদ্ধার করল পুলিশ।
সূত্রের খবর অনুযায়ী, ২৯ বছর বয়সি রাজা রঘুবংশীর উপর একাধিকবার ধারালো দা দিয়ে হামলা চালানো হয়। প্রাণ বাঁচাতে শেষ মুহূর্তে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন রাজা, কিন্তু হামলার তীব্রতা এতটাই ছিল যে তিনি শেষপর্যন্ত প্রাণ হারান।
পুলিশ জানিয়েছে, খুনের আগেই অভিযুক্ত ব্যক্তি আসামের গুয়াহাটি রেলস্টেশনের কাছ থেকে সেই দা কিনে এনেছিল। পরে সেই দা উদ্ধার করা হয়েছে মেঘালয়ের সেই জায়গা থেকে, যেখানে রাজাকে খুন করা হয়েছিল।
এই খুনের তদন্তে একাধিক দিক থেকে খোঁজখবর নিচ্ছে পুলিশ। রাজা ও সোনামের ব্যক্তিগত সম্পর্ক, সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ কিংবা ব্যবসায়িক শত্রুতা— সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী দল।
ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া। রাজা রঘুবংশী ছিলেন ইন্দোরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সদ্য বিবাহিত একজন যুবককে এভাবে হত্যা করায় হতবাক পরিবার ও আত্মীয়স্বজন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us