নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তালিকায় প্রাথমিকভাবে ভিনেশ ফোগাট বা বজরং পুনিয়ার নাম নেই। এই প্রসঙ্গে হরিয়ানা কংগ্রেসের প্রধান দীপক বাবরিয়াকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েদেন, আগামী পরশু দিন এই বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাবে। বর্তমানে এই দুই কুস্তিগীরের নাম হরিয়ানার বিধানসভা নির্বাচনের কংগ্রেসের ৩২ জনের তালিকায় নেই। দিল্লি কংগ্রেসের অধিবেশনে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, ভিনেশ ফোগাটের ওপর সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে। তিনি যদি চান, সেক্ষেত্রে তিনি বিধানসভা নির্বাচনে লড়তে পারেন। তবে তাঁর ওপরে কংগ্রেসের তরফে প্রার্থী হওয়ার বিষয়ে কোনও চাপ প্রয়োগ করা হয়নি।
অন্যদিকে, হরিয়ানার বিধানসভা নির্বাচনে জয়ের বিষয়ে চরম আশাবাদী বিজেপি। বিজেপির তরফে জানানো হয়েছে, এই নিয়ে কোনও দ্বিধা নেই যে তারা নির্বাচনে জয়ী হবেন। প্রসঙ্গত, অলিম্পিকে ভিনেশ ফোগাট অল্পের জন্য পদক পাননি। তবে ভিনেশ ফোগাট পদক না পেলেও দেশবাসীর মন জয় করেছিলেন। ১০০ গ্রাম ওজন বেড়ে যাওয়ার কারণে অলিম্পিকে তিনি শেষ লড়াইটা লড়তে পারেননি। তবে প্যারিস থেকে ফেরার তাঁকে দেশবাসী উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়।
/anm-bengali/media/media_files/I7B3KWde0v3P8GtLLzXr.webp)
#WATCH | Haryana elections | "Vinesh Phogat's or Bajrang Punia's names are not among them. I think, there will be clarity over this by the day after tomorrow," says AICC in-charge of Haryana Deepak Babaria when asked if the names of Vinesh Phogat and Bajrang Punia are among the… pic.twitter.com/CfVAbIgSCu
— ANI (@ANI) September 3, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us