সংসদে রেণুকা চৌধুরীর হুঁশিয়ারি! বিদেশীদের কাছে হেলান দিত যারা, তারা বন্দে মাতরম কী জানে?

সংসদে বন্দে মাতরমের ১৫০ বছর উদযাপনের সময় কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী বললেন, “যারা বন্দে মাতরমের কথা বলেন, তারা বিদেশীদের কাছে মাথা নিচু করতেন।

author-image
Tamalika Chakraborty
New Update
Renuka Chowdhury2.jpg

নিজস্ব সংবাদদাতা:  সংসদে ‘বন্দে মাতরমের’ ১৫০ বছর উদযাপনকে কেন্দ্র করে তর্কের সময় কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী বলেন, “যারা বন্দে মাতরমের কথা উল্লেখ করেন, তাঁরা মূলত সেই মানুষ যারা বিদেশীদের কাছে হেলান দিয়ে মাথা নিচু করতেন। দেশের স্বাধীনতার সময় তাঁরা কোথায় ছিলেন? তখন তো দেশপ্রেমিক পণ্ডিত জওহরলাল নেহরু কারাগারে বসে দেশের ইতিহাস লিখেছিলেন।”

modi

রেণুকা চৌধুরীর এই মন্তব্যের পর সংসদে শোরগোল পড়ে। তিনি দেশপ্রেম ও স্বাধীনতা সংগ্রামের সঙ্গে প্রাসঙ্গিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানা গেছে।