১৫০ বছর পরে আবার ‘বন্দে মাতরম’-এ দেশজোড়া উন্মাদনা! সংসদে বিস্ফোরক বার্তা দিতে চলেছেন মোদি—ইঙ্গিত দিলেন বিজেপি সাংসদ

বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষে সংসদে বিশেষ আলোচনা, প্রধানমন্ত্রী মোদির ভাষণ নিয়ে দেশজোড়া উত্তেজনা—বলেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী।

author-image
Tamalika Chakraborty
New Update
sudhanshu sdhs.jpg


নিজস্ব সংবাদদাতা:  লোকসভায় বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষে বিশেষ আলোচনা হবে বলে জানালেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী। তিনি বলেন, এই ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ শোনার জন্য গোটা দেশই উৎসুক। তাঁর মতে, স্বাধীনতার আন্দোলনের সময় যেমন বন্দে মাতরম যুবসমাজকে প্রবল অনুপ্রেরণা দিয়েছিল, তেমনই আজকের তরুণ প্রজন্মও সেই একই শক্তি ফিরে পাবে।

PM Modi

ত্রিবেদী বলেন, তখন লড়াই ছিল স্বাধীনতা ও রাজনৈতিক মুক্তির জন্য, আর এখন লড়াই সমাজিক ও সাংস্কৃতিক স্বাধীনতার জন্য। তাই অতীতের ভুল ভুলে, সংকীর্ণ রাজনীতি ছাড়িয়ে, ধর্মীয় বা ভোটের হিসেব না দেখে সব রাজনৈতিক দল যেন একসঙ্গে এই ১৫০ বছরের উদ্‌যাপনে অংশ নেয়—এই প্রত্যাশাই তাঁর। তিনি আশা প্রকাশ করেন, এই আলোচনা জাতীয় উন্নয়ন ও জাতীয় ঐক্যের ভাবনাকে আরও শক্তিশালী করবে।