উজবেক নারীদের দিয়ে চলছে গোপন যৌনব্যবসা? লখনউ থেকে গ্রেফতারে কাঁপছে গোটা দেশ!

বিদেশি মহিলাদের অবৈধভাবে ভারতে নিয়ে এসে চলতো যৌন ব্যবসা।

author-image
Tamalika Chakraborty
New Update
uzbek woman

নিজস্ব সংবাদদাতা: লখনউয়ের সুশান্ত গলফ সিটি এলাকায় দুটি উজবেকিস্তানের নাগরিককে অবৈধ কাগজপত্র ছাড়াই গ্রেফতার করার মধ্য দিয়ে সামনে এলো এক চাঞ্চল্যকর আন্তর্জাতিক মানব পাচার ও যৌনপেশা চক্র। প্রশাসনের দাবি, এই গ্রেফতারির মধ্য দিয়ে উঠে এসেছে এমন এক শক্তিশালী সিন্ডিকেটের হদিস, যারা কেবল বিদেশি নারীদের অবৈধভাবে ভারতে প্রবেশ করায় না, বরং তাদের জন্য জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেয়—এমনকি বদলে ফেলে তাদের চেহারাও।

Arrest

গ্রেপ্তার হওয়া দুই উজবেক নারী, হলিদা ও নিলোফার—তাদের কাছে পাসপোর্ট বা বৈধ ভিসা কিছুই ছিল না। কিন্তু তদন্তে জানা যায়, তাঁরা একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক চক্রের শিকার, যার শিকড় ছড়িয়ে রয়েছে দিল্লি, নেপাল থেকে শুরু করে উজবেকিস্তান পর্যন্ত। এই চক্রটি মূলত নেপাল হয়ে ভারত সীমান্তে মহিলাদের পাচার করে, তাঁদের আসল কাগজপত্র কেড়ে নিয়ে জাল পরিচয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয়, মূলত যৌন ব্যবসা চালানোর জন্য।

তদন্তে আরও উঠে এসেছে, পাচার হওয়া নারীদের জন্য জাল আধার কার্ড, পাসপোর্ট এবং অন্যান্য ভারতীয় নথি তৈরি করে দেওয়া হয়। এমনকি তাদের মুখের গঠন বা চেহারার কিছু পরিবর্তনও করা হয় যাতে সহজে শনাক্ত না করা যায়। এই চক্রের সঙ্গে জড়িত দালাল ও এজেন্টরা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে। নিরাপত্তা সংস্থাগুলি এখন এই পুরো সিন্ডিকেটকে চিহ্নিত করে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।