উত্তরাখণ্ডে মৃত্যুর মিছিল ও নিখোঁজদের তালিকা বাড়ছে—আটকে পড়া শতাধিককে বাঁচাতে হেলিকপ্টারের মরিয়া লড়াই!

উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা ২৫০ জন এখনও একাধিক আটকে রয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
Uttarakhand

নিজস্ব সংবাদদাতা:  উত্তরাখণ্ডে ভয়াবহ হঠাৎ বন্যার পর উদ্ধার অভিযান জোরকদমে চলছে। ইতিমধ্যেই ৭০০-র বেশি মানুষকে, যাঁদের মধ্যে স্থানীয় বাসিন্দা ও তীর্থযাত্রী রয়েছেন, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনও প্রায় ২৫০ জন—যার মধ্যে ৫০ জন তীর্থযাত্রী ও ২০০ জন গ্রামবাসী—উদ্ধারের অপেক্ষায় রয়েছেন। রাজ্য সরকার জানিয়েছে, বন্যায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। তবে নিখোঁজের সংখ্যা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে—ভারতীয় সেনা জানাচ্ছে, ১০০ জন এখনও নিখোঁজ, কিন্তু রাজ্য সরকারের হিসেব অনুযায়ী সেই সংখ্যা ১৬। এর পাশাপাশি, সেনাবাহিনীর ৯ জন অফিসারও নিখোঁজ রয়েছেন।

uttarakhand a

ভয়াবহ জলধারায় হর্ষালের কাছে একটি গুরুত্বপূর্ণ সেতু ভেসে গেছে। পরিস্থিতি সামাল দিতে প্রবল বৃষ্টি ও দৃষ্টিসীমা কম থাকা সত্ত্বেও বর্ডার রোডস অর্গানাইজেশনের দল বেইলি ব্রিজ স্থাপনের কাজ শুরু করেছে। এদিকে, উদ্ধার অভিযানে হেলিকপ্টারও নামানো হয়েছে, যাতে যত দ্রুত সম্ভব আটকে পড়া মানুষদের উদ্ধার করা যায়।