উত্তরকাশীতে পাহাড়ি ধস ও মেঘভাঙা বৃষ্টি! পবিত্র গঙ্গোত্রী ধামের রাস্তা বিচ্ছিন্ন, নিখোঁজ ৫০, মৃত ৪

উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি ও ধসের জেরে চার জনের মৃত্যু হয়েছে। ৫০ জন নিখোঁজ।

author-image
Tamalika Chakraborty
New Update
uttarakhand flood


নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশীর ধরালি গ্রামে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি ও তার জেরে পাহাড়ি ধস কাড়ল অন্তত চারজনের প্রাণ, নিখোঁজ পঞ্চাশেরও বেশি। মঙ্গলবারের এই প্রাকৃতিক বিপর্যয়ে মুহূর্তের মধ্যে গোটা গ্রামজুড়ে নেমে আসে জলের স্রোত ও ধ্বংসাবশেষের সুনামি, সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় পবিত্র গঙ্গোত্রী ধামের সমস্ত সড়ক যোগাযোগ।

uttarakhand land slide

ধরালি গ্রামটি গঙ্গোত্রী ধামের একেবারে কাছেই। প্রত্যক্ষদর্শী পর্যটকদের ক্যামেরাবন্দি দৃশ্যে দেখা গিয়েছে, পাহাড়ের বুক চিরে ভয়ংকর গতিতে নেমে আসছে উন্মত্ত জলরাশি, সঙ্গে মাটি, পাথর, গাছ উপড়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে একের পর এক বাড়িঘর। হরশিল এলাকার খীর গাধ নালা উপচে পড়ায় ধ্বংসযজ্ঞ আরও তীব্র হয়।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত নেমে পড়েছে উত্তরকাশী পুলিশ, এসডিআরএফ, এনডিআরএফ, সেনাবাহিনী ও একাধিক উদ্ধারকারী সংস্থা। কিন্তু দুর্গম এলাকা ও অবিরাম প্রবল স্রোত তাঁদের কাজকে আরও কঠিন করে তুলছে। প্রতিটি মুহূর্তে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মরিয়া উদ্ধার অভিযান।