টানেলে আটকে পড়া শ্রমিকদের বন্দি দশা শেষ! কী বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, 'আমরা সমস্ত শ্রমিকদের জীবিত উদ্ধারের চেষ্টা করছি।'

New Update
puskar singh dhami edir.jpg

নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশী টানেল বিপর্যয়ের ঘটনায় এখনও আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। তাঁদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, "আমরা সমস্ত সম্ভাবনা নিয়ে কাজ করছি। সব ধরনের বিশেষজ্ঞ দল এখানে কাজ করছে। প্রধানমন্ত্রী মোদীর নজরদারিতে আমরা ক্রমাগত শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রত্যেকের জীবন বাঁচানো  আমাদের প্রথম অগ্রাধিকার। এই কারণে রাজ্য সরকার সমস্ত সংস্থাকে প্রয়োজনীয় সমস্ত সহায়তা দিতে প্রস্তুত। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে শ্রমিকরা যেন তাড়াতাড়ি উদ্ধার পাযন, কারণ তাদের কষ্ট দিন দিন বাড়ছে। আজ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিও আসছেন, তাই তাঁর সঙ্গে ঘটনাস্থলে  যাব।"