New Update
/anm-bengali/media/media_files/2025/09/01/chardham-yatra-2025-09-01-18-38-14.jpg)
নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির সতর্কতা জারি হওয়ায় চারধাম যাত্রা ও হেমকুণ্ড সাহিব যাত্রা আপাতত স্থগিত করা হলো। আবহাওয়া দফতর আগামী কয়েকদিনের জন্য লাল ও কমলা সতর্কতা জারি করেছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সরকার।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/05/0P5JwZXEXgtBg9u2euJg.jpg)
রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সচিব ও গঢ়ওয়াল ডিভিশনের কমিশনার বিনয় শঙ্কর পান্ডে জানান, টানা ভারী বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় ধস ও মাটির স্তুপে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। প্রশাসন অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো পরিষ্কার করার চেষ্টা চালালেও তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই যাত্রা স্থগিত রাখা হয়েছে।
তিনি যাত্রীদের প্রতি আবেদন জানিয়েছেন, আপাতত যাত্রাপথে রওনা না হওয়ার জন্য। প্রশাসনের জারি করা নির্দেশিকা মেনে চললেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us