/anm-bengali/media/media_files/2025/07/27/up-youtuber-arrested-2025-07-27-22-35-38.jpg)
নিজস্ব সংবাদদাতা: জনপ্রিয় ইউটিউবার মোহাম্মদ আমিরকে গ্রেফতার করেছে পুলিশ, তাঁর ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া অশ্লীল ও বিভ্রান্তিকর কনটেন্টের অভিযোগে। তাঁর চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৫.৮৩ মিলিয়নের বেশি হলেও, সেই জনপ্রিয়তাকেই তিনি ব্যবহার করেছেন অবমাননাকর ভাষা ও মিথ্যে তথ্য ছড়াতে—এমনটাই অভিযোগ প্রশাসনের।
এই পদক্ষেপ এসেছে একটি সোশ্যাল মিডিয়া অভিযোগের ভিত্তিতে। অমান ঠাকুর নামের এক ব্যবহারকারী এক্স (পূর্বে টুইটার)-এ একটি ভিডিও শেয়ার করে আমিরের আপত্তিকর কনটেন্ট তুলে ধরেন এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি মোরাদাবাদ পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশকে ট্যাগ করে বিষয়টি সামনে আনেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
এরপরই সক্রিয় হয় পুলিশের সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল। ভিডিওগুলির বিস্তারিত পর্যালোচনায় দেখা যায়, আমিরের চ্যানেলে একাধিক ভিডিওতে অশ্লীল ভাষা, গালিগালাজ ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যা জনসাধারণের মধ্যে ভুল বার্তা পৌঁছে দিতে পারে। তদন্ত শেষে আমিরকে গ্রেফতার করে পুলিশ।
এখন তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে এবং চ্যানেলের কার্যক্রম তদন্তাধীন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us