নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের বিধানসভায় বেআইনি ধর্মান্তরকরণ (সংশোধন) বিল পাশ হওয়া প্রসঙ্গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, "তাদের (বিজেপি) কাছ থেকে আপনি কী আশা করেন? তাদের রাজনীতিকে এর মধ্যে আটকে রাখতে হবে। তারা উন্নয়ন করতে চায় না বলেই রাজনীতি করছে।"
/anm-bengali/media/media_files/HUt2EMnGO6BYHCOuKRaH.jpg)