/anm-bengali/media/media_files/pjWGqpcRAkY4VC3Hs9fF.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের বিড জেলায় একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়া হলো। “আই লাভ মুহাম্মদ” নামে আয়োজিত একটি সভায় এক ব্যক্তি প্রকাশ্যে বলেন, যোগী আদিত্যনাথের যদি সাহস থাকে, তবে তিনি বিডে আসুন। এমনকি তিনি আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী সেখানে এলে তাঁকে হত্যা করবেন।
ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং খুব শিগগিরই ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/GexOihlE7DhSTPpGOPsT.jpg)
এই ঘটনার প্রেক্ষাপটে নতুন করে বিতর্ক শুরু হয়েছে কানপুরে পুলিশি পদক্ষেপকে ঘিরে। ৪ সেপ্টেম্বর বারওয়াফাতের শোভাযাত্রার সময় রাস্তায় “আই লাভ মুহাম্মদ” লেখা বোর্ড লাগানোয় নয়জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে কানপুর পুলিশ। এর জেরে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। বিভিন্ন জায়গায় র্যালি, মিছিল এবং “আই লাভ মুহাম্মদ” ব্যানার নিয়ে বিক্ষোভ দেখা যায়।
এরই মধ্যে শুক্রবারের নামাজকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মসজিদের বাইরে কড়া নিরাপত্তা মোতায়েন করেছে পুলিশ, যাতে কোনও অশান্তি বা সংঘাত না ঘটে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us