/anm-bengali/media/media_files/BWLkaqrnmXgGX9ObINrX.jpg)
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশে বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টা ধরে রাজ্যের একাধিক এলাকায় ঝড়-বৃষ্টির দাপট চলবে। ইতিমধ্যেই পূর্ব উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। পাশাপাশি, পূর্ব ও পশ্চিম উত্তরপ্রদেশের জন্য কার্যকর রয়েছে কমলা সতর্কতাও।
ভারী বৃষ্টিপাতের জন্য মূলত দায়ী মৌসুমি অক্ষরেখার উত্তরদিকে সরে আসা। বর্তমানে এই অক্ষরেখা লখনউ, কানপুর, অযোধ্যা ও শামলির উপর দিয়ে বিস্তৃত রয়েছে। একই সঙ্গে, বিহারের সন্নিহিত উত্তর-পূর্ব উত্তরপ্রদেশে সৃষ্ট ঘূর্ণাবর্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বিশেষ করে কানপুরে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। টানা বৃষ্টিতে রাতারাতি রাস্তাঘাট পরিণত হয়েছে নদীতে। গোবিন্দ নগর, কিদওয়াই নগরের মতো এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে বাসাবাড়ি ও বাজার এলাকা। গাড়ি, রিকশা তো দূরের কথা, হাঁটাও যাচ্ছে না — কোমরজল ঠেলে চলতে হচ্ছে সাধারণ মানুষকে। একাধিক জায়গায় দেখা গেছে, মানুষ নিজের ঘর থেকে বের হওয়ারও উপায় পাচ্ছেন না।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/5rVApcClMuIEGZVPilum.jpg)
জল নিষ্কাশনে ইতিমধ্যেই জরুরি পরিষেবা মোতায়েন করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী নামানো হয়েছে বিভিন্ন এলাকায় জল বের করে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য। লখনউ, অযোধ্যার মতো জায়গাতেও একইভাবে বৃষ্টি অব্যাহত রয়েছে।
আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, এখনও পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষত নিচু এলাকায় বসবাসকারীদের সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us