/anm-bengali/media/media_files/2025/07/13/changur-baba-2025-07-13-22-04-25.jpg)
নিজস্ব সংবাদদাতা: দেশজুড়ে ধর্মান্তর চক্রে অভিযুক্ত জালালুদ্দিন ওরফে চাঙ্গুর বাবাকে ঘিরে ফাঁস হল আরও ভয়ংকর তথ্য! গোপন সূত্রের দাবি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-র সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে সম্প্রতি কাঠমান্ডু গিয়েছিলেন এই স্বঘোষিত ধর্মগুরু। শুধু ধর্মান্তরই নয়, এবার তাঁর বিরুদ্ধে উঠছে জাতীয় নিরাপত্তা বিপন্ন করার মারাত্মক অভিযোগ।
সূত্র অনুযায়ী, চাঙ্গুরের মূল লক্ষ্য ছিল অর্থনৈতিকভাবে দুর্বল হিন্দু পরিবারগুলির নারীদের ইসলাম ধর্মে ধর্মান্তর করিয়ে, তাঁদের পাকিস্তানের ISI এজেন্ট ও ‘স্লিপার সেল’ সদস্যদের সঙ্গে বিয়ে দেওয়া— যার মাধ্যমে নেপালের মাটি থেকে ভারতে ঢুকে বড়সড় হামলার পরিকল্পনা করা হচ্ছিল।
তবে সৌভাগ্যবশত, সময়মতো নিরাপত্তা সংস্থাগুলি তৎপর হয়ে চাঙ্গুর ও তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী, নীতু ও নবীনকে গ্রেফতার করে, বড় বিপর্যয় থেকে দেশকে বাঁচায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/01/4WzlNfutes5F5ECjJ8Qd.jpg)
খবর আরও আছে— সম্প্রতি কাঠমান্ডুর পাকিস্তান দূতাবাসে ISI-র এক গুরুত্বপূর্ণ গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এই প্রতিনিধি দল ভারত-নেপাল সীমান্ত অঞ্চলও ঘুরে দেখে।
চাঙ্গুরের পাকিস্তান দূতাবাসে প্রবেশের চেষ্টাও হয় বলে জানা গিয়েছে। নেপালে অবস্থানরত এক ইসলামি ধর্মগুরুর মাধ্যমে তিনি দূতাবাসের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চেয়েছিলেন। তবে কঠোর নিরাপত্তার কারণে তিনি শেষমেশ সেখানে ঢুকতে পারেননি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us