/anm-bengali/media/media_files/2025/08/05/america-visa-2025-08-05-17-08-58.jpg)
নিজস্ব সংবাদদাতা: মার্কিন টুরিস্ট ভিসা নিয়ে বড় সতর্কতা জারি করল আমেরিকার দূতাবাস। জানানো হয়েছে, যদি কোনও আবেদনকারীকে সন্দেহ হয় যে তিনি আমেরিকায় গিয়ে সন্তান জন্ম দিতে চান, অর্থাৎ নবজাতকের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়াই যার মূল উদ্দেশ্য, তাহলে তাঁর টুরিস্ট ভিসা সঙ্গে সঙ্গেই বাতিল করা হবে। দূতাবাস এক্স-এ স্পষ্ট লিখেছে, পর্যটক ভিসা নিয়ে ‘জন্ম দিতে যাওয়া’ একেবারেই অনুমোদিত নয়।
২০২০ সালেই এই নিয়মে পরিবর্তন আনে মার্কিন প্রশাসন। সেই অনুযায়ী কনসুলার অফিসাররা এখনই ভিসা প্রত্যাখ্যান করতে পারেন যদি জন্ম-পর্যটনের সন্দেহ দেখা দেয়। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, এই ধরনের ব্যবহার শুধু ভিসা-ব্যবস্থার অপব্যবহারই নয়, অনেক ক্ষেত্রে মার্কিন করদাতাদের ওপর চিকিৎসা খরচের বাড়তি চাপ ফেলে।
এই সময়েই আরও কঠোর হচ্ছে মার্কিন ভিসা যাচাই প্রক্রিয়া। ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়মে সব H-1B কর্মী, আবেদনকারী এবং তাঁদের H-4 নির্ভরশীলদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভিসা যাচাইয়ের জন্য উন্মুক্ত রাখতে হবে। ভারতের বিপুল সংখ্যক অভিবাসী—যাঁরা H-1B ও H-4 ভিসাধারীদের ৭০ থেকে ৯০ শতাংশ—এই সিদ্ধান্তে উদ্বেগে পড়েছেন। তাঁদের চাকরি, বাড়ির ঋণ, বাচ্চাদের পড়াশোনা—সবই দাঁড়িয়ে আছে ভিসার উপর।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/07/usa-h1b-visa-2025-10-07-18-34-34.png)
এছাড়া দূতাবাস জানিয়েছে, বহু H-1B ও H-4 ইন্টারভিউ তারিখ সরিয়ে দেওয়া হয়েছে, কিছু ক্ষেত্রে ২০২৬ সাল পর্যন্ত পিছিয়ে। যাঁদের ইমেল করে নতুন তারিখ জানানো হয়েছে, তাঁদের সেই দিনেই যেতে হবে। পুরনো, বাতিল ইন্টারভিউ-তারিখে দূতাবাসে গেলে প্রবেশাধিকার মিলবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us