আমেরিকার ভিসা পেলেও রেহাই নেই! নিয়ম ভাঙলেই ভিসা বাতিল, দেশে ফেরত পাঠানো হবে

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে, ভিসা পেলেও নিয়ম ভাঙলেই দেশে ফেরত পাঠানো হবে।

author-image
Tamalika Chakraborty
New Update
INDIAN-PASSPORT

নিজস্ব সংবাদদাতা: ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস স্পষ্ট ভাষায় জানিয়েছে, শুধু আমেরিকার ভিসা পাওয়া মানেই চিরস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকার নিশ্চয়তা নয়। তারা জানিয়েছে, ভিসা ইস্যুর পরেও প্রার্থীর ওপর নজরদারি অব্যাহত থাকে এবং যুক্তরাষ্ট্রের আইন ও ইমিগ্রেশন নীতির কোনো লঙ্ঘন হলেই সেই ভিসা বাতিল হতে পারে এবং প্রার্থীকে দেশে ফেরত পাঠানো হতে পারে।

এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে মার্কিন দূতাবাস জানিয়েছে, "মার্কিন ভিসা ইস্যুর পরেও আমরা নিয়মিতভাবে ভিসাধারীদের যাচাই করে থাকি যাতে নিশ্চিত হওয়া যায়, তারা যুক্তরাষ্ট্রের সমস্ত আইন ও অভিবাসন নিয়ম মেনে চলছেন কি না। কেউ নিয়ম লঙ্ঘন করলে তার ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে।"

Trump

দূতাবাসের এই বার্তা মূলত তাঁদের উদ্দেশ্যে যারা ভিসা পাওয়ার পর নিজেকে 'স্থায়ী বাসিন্দা' বলে ধরে নেন কিংবা অভিবাসন আইন লঙ্ঘনের পরও ভাবেন তাদের কিছু হবে না। মার্কিন প্রশাসনের কড়া মনোভাবের ইঙ্গিত দিয়ে এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

দূতাবাস আরও জানায়, ভিসা হল শুধুমাত্র ভ্রমণের অনুমতি—স্থায়ীভাবে থেকে যাওয়ার অধিকার নয়। এই প্রক্রিয়া চলমান এবং যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং অনুগত্য দেখানো প্রত্যেক ভিসাধারীর দায়িত্ব।