মার্কিন দেশে ধরা পড়েই ফেরত! ভারতীয়দের ব্যাপক প্রত্যাবর্তনে উদ্বেগ বাড়ছে

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২০২৫ সালে ৩,১৫৫ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে। ‘ডংকি রুট’ নিয়ে প্রশ্নে কেন্দ্র জানাল, পাচারের পদ্ধতি বিষয়ে তাদের কাছে তথ্য থাকে না।

author-image
Tamalika Chakraborty
New Update
ndua

নিজস্ব সংবাদদাতা:  এই বছর ২১ নভেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৩,১৫৫ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে সংসদে জানিয়েছে কেন্দ্র। শুক্রবার লিখিত জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ বলেন, কোনও ভারতীয়কে ফেরত পাঠানোর আগে তার জাতীয়তা সম্পূর্ণ স্পষ্টভাবে যাচাই করা হয়।

456675-pti06272024000172b

মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢোকার জন্য বহু ভারতীয়র তথাকথিত ‘ডংকি রুট’ ব্যবহার করার অভিযোগ উঠেছে কি না—এই প্রশ্নের উত্তরে তিনি জানান, এই ধরনের মানব পাচার বা কোন পথে বিদেশে প্রবেশ করা হয়, সেই তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকে না। তিনি আরও বলেন, বেশিরভাগ দেশই ফেরত পাঠানো ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করে না।