/anm-bengali/media/media_files/2025/07/28/arrested-a-2025-07-28-18-53-37.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের পুনে জেলার পিম্পরি শহরে এক মার্কিন নাগরিক এবং তাঁর সঙ্গীকে গ্রেফতার করেছে পিম্পরি-চিনচওয়াড় পুলিশ। অভিযোগ, তাঁরা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তিকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তর করানোর চেষ্টা করছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শেফার জ্যাভিন জ্যাকব (৪১) — তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা, তবে বর্তমানে পুনের মুখাই চৌকের কাছে থাকছেন। অপর অভিযুক্ত স্টিভেন বিজয় কাদম (৪৬), যিনি পিম্পরি-চিনচওয়াড় পৌর নিগম এলাকার বাসিন্দা।
এই ঘটনার সঙ্গে এক কিশোরও যুক্ত ছিল বলে অভিযোগ। তাকে আটক করে পরে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।
অভিযোগকারী সানি বানসলাল দানানি পুলিশের কাছে জানিয়েছেন, ২৭ জুলাই তাঁর বাড়িতে এসে অভিযুক্তরা তাঁকে খ্রিস্টধর্ম গ্রহণের আহ্বান জানায়। তাঁরা বলেন, যিশু খ্রিস্টই একমাত্র সত্য ঈশ্বর, অন্য সব দেবতা ও ধর্ম ‘মিথ্যে’। তারা আরও দাবি করে, খ্রিস্টধর্ম গ্রহণ করলে দানানি মানসিক শান্তি, উন্নতি ও সমৃদ্ধি লাভ করবেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/01/13/RJ19Bpnn9VwvimyULJMv.jpeg)
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্তরা কথোপকথনের সময় ধর্মান্তর করলে আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু হয় এবং তাদের গ্রেফতার করা হয়।
এই ঘটনায় পিম্পরি অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মান্তর আইনে মামলা রুজু হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
এই ঘটনায় ফের একবার আলোচনায় এসেছে ধর্মান্তরের চক্রান্ত। প্রশ্ন উঠছে, ধর্মীয় বিশ্বাসের আড়ালে যদি থাকে আর্থিক লোভ ও মানসিক প্রলোভন— তবে তা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সাধারণ মানুষের জন্য!
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us