/anm-bengali/media/media_files/2025/08/02/twisted-2025-08-02-13-42-45.jpg)
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের বারোলির ইজ্জতনগর থানা এলাকার জঙ্গলে ঘটেছে এক চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনা, যেখানে ভাগ্য এক ব্যক্তির জীবন বাঁচিয়ে দেয়। এক অজানা ব্যক্তি ঠিক সময়ে পৌঁছানোর ফলে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন রাজীব নামের এক যুবক, তাঁর হাত ও পা দুটোই ভেঙে দেওয়া হয়েছিল। রাজীব একটি চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজীবের স্ত্রী সাধনা নিজেই এই নারকীয় ষড়যন্ত্রের মূলচক্রী। অভিযোগ, সে তার পাঁচ ভাই কয়েকজনকে নিয়ে রাজীবকে খুনের ছক তৈরি করে। মোট ১১ জনের একটি দল ২১ জুলাই রাতে রাজীবের বাড়িতে চড়াও হয়। বর্বরভাবে তার হাত ও দুই পা ভেঙে দেয়, এরপর তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় সিবি গঞ্জ এলাকার গভীর জঙ্গলে। সেখানে আগেই খুঁড়ে রাখা হয়েছিল কবর, উদ্দেশ্য ছিল তাকে জীবন্ত কবর দেওয়া।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/6CAw2WdfEbvoNQfRdSxT.jpg)
কিন্তু সেই সময়েই ঘটনাস্থলে উপস্থিত হন এক অজানা ব্যক্তি, যিনি গোটা ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন। আততায়ীরা তখন রাজীবকে ফেলে রেখে পালিয়ে যায়। চরম যন্ত্রণা আর ভাঙা শরীর নিয়ে রাজীব তখনও বেঁচে ছিলেন। সেই অজানা ব্যক্তি তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডেকে রাজীবকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।
এই ঘটনার পরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাজীব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us