স্বামীকে মদ খাইয়ে অজ্ঞান, তারপর শ্বাসরোধ! প্রেমিকের সঙ্গে নেহার ভয়ঙ্কর খুনের নাটক

প্রেমের কারণে স্বামীকে খুন করে ২৫ কিমি দূরে দেহ ফেলে এল স্ত্রী।

author-image
Tamalika Chakraborty
New Update
up murder

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় ঘটল রোমহর্ষক খুনের ঘটনা। এক মহিলা নিজের প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে দেহ ফেলে দিল রাস্তার ধারে, যাতে পুরো ব্যাপারটা দুর্ঘটনা বলে মনে হয়। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলা নেহা এবং তার প্রেমিক জিতেন্দ্র ইতিমধ্যেই অপরাধের কথা স্বীকার করেছে। দু’জনেই এখন পুলিশের হেফাজতে।

dead body 3.jpg

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নেহা প্রথমে স্বামী নাগেশ্বর রৌনিয়ারকে একটি নির্জন জায়গায় ডেকে নেয়। সেখানে তাকে মদ খাওয়ানো হয় যতক্ষণ না সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর জিতেন্দ্রর সঙ্গে মিলে নেহা স্বামীকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এরপর মোটরবাইকে করে দেহ নিয়ে যাওয়া হয় প্রায় ২৫ কিলোমিটার দূরে। সেখানে রাস্তার ধারে ফেলে দেওয়া হয় দেহ, যাতে দেখে মনে হয় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। কিন্তু তদন্তে পুলিশের জালে ধরা পড়ে যায় এই ভয়ঙ্কর ষড়যন্ত্র।