লজ্জায় চুপ পাত্রপক্ষ, সুযোগে চলত লুট! ২৫ জনকে বিয়ে করে লুটের অভিযোগে গ্রেফতার ‘লুটেরি দুলহন’

২৫ জনকে বিয়ে করে গয়না, টাকা লুটের অভিযোগে গ্রেফতার উত্তরপ্রদেশের এক মহিলা।

author-image
Tamalika Chakraborty
New Update
up woman

নিজস্ব সংবাদদাতা:  বলিউড ছবির কাহিনি যেন বাস্তবে রূপ নিল। কিন্তু এইবার ‘Ladies vs Ricky Bahl’-এর বিপরীতে ছেলেরা, আর ঠকানোর ছক এঁকেছেন এক মহিলা। রাজস্থানে এক চাঞ্চল্যকর ঘটনায় ধরা পড়েছে ‘লুটেরি দুলহন’। ২৫ জন পাত্রকে বিয়ে করে তাঁদের টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছেন অনুরাধা নামে এক মহিলা। প্রতারণার পরিমাণ কয়েক লক্ষ টাকারও বেশি।

রাজস্থান পুলিশের বিশেষ অভিযানে অনুরাধাকে গ্রেফতার করা হয়েছে মধ্যপ্রদেশের ভোপালে। অভিযুক্ত অনুরাধার বাড়ি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায়। দীর্ঘদিন ধরেই তিনি ভুয়ো পরিচয় দিয়ে একের পর এক বিয়ে করে টাকা হাতিয়ে পালিয়ে যাচ্ছিলেন।

Arrest

অভিযানকারী পুলিশ জানিয়েছে, প্রতিটি ক্ষেত্রেই অনুরাধা নিজের রূপ, মিষ্টি কথাবার্তা ও ভুয়ো পরিবারিক পরিচয় দিয়ে পাত্র ও তার পরিবারের বিশ্বাস অর্জন করতেন। বিয়ের কিছুদিনের মধ্যেই তিনি গায়েব হয়ে যেতেন, সাথে নিয়ে যেতেন গয়না, নগদ টাকা, এমনকি কিছু ক্ষেত্রে পরিবারের মূল্যবান নথিও।

আশ্চর্যজনক ঘটনা হল, এতজনকে ঠকানোর পরেও এখনও পর্যন্ত মাত্র একটি মামলা রুজু হয়েছে রাজস্থানের সাওয়াই মধ্যপুর জেলার মানটাউন থানায়। পুলিশ আশঙ্কা করছে, অধিকাংশ ভুক্তভোগী সামাজিক লজ্জা ও অপমানের ভয়ে মামলা দায়ের করেননি।

অনুরাধার বিরুদ্ধে এখন একাধিক রাজ্যে তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ তাঁর সঙ্গে যুক্ত চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি জারি রেখেছে।