ইনস্টাগ্রামে বয়স লুকিয়ে প্রেম ৫২ বছরের মহিলার! ঘটনা প্রকাশ্যে আসতেই নারকীয় হত্যাকাণ্ড তরুণ প্রেমিকের

ইনস্টাগ্রামে ৫২ বছরের মহিলা বয়স লুকিয়ে তরুণের সঙ্গে প্রেম করেছিলেন। ঘটনা প্রকাশ্যে আসতেই প্রেমিকের হাতে খুন মহিলা।

author-image
Tamalika Chakraborty
New Update
uttar pradesh murder a

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের পুলিশ বুধবার জানিয়েছে, ফাররুখাবাদ জেলার এক অজ্ঞাতপরিচয় মহিলার খুনের রহস্য অবশেষে সমাধান হয়েছে। ১১ আগস্ট উদ্ধার হওয়া মহিলার দেহ শনাক্ত করা যায় রানী নামে এক নারীর হিসেবে। রানীর বয়স ছিল ৫২ বছর।

তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। পুলিশ জানায়, রানীকে শ্বাসরোধ করে হত্যা করেছে তাঁর ২৬ বছরের প্রেমিক অরুণ রাজপুত, যিনি মেইনপুরীর বাসিন্দা। কল রেকর্ড ও সোশ্যাল মিডিয়া কথোপকথনের সূত্র ধরে অরুণকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ।

dead

রানী ও অরুণের পরিচয় হয়েছিল প্রায় দেড় বছর আগে ইনস্টাগ্রামে। অভিযোগ, রানী ইনস্টাগ্রামে ফিল্টার ব্যবহার করে নিজের বয়স আড়াল করতেন। ফলে অরুণ মনে করেছিল তিনি অনেক কমবয়সী। অনলাইনের আলাপ ধীরে ধীরে প্রেমে রূপ নেয়, আর তারা ফাররুখাবাদের হোটেলগুলোতে একাধিকবার দেখা করত।

পুলিশের দাবি, রানী চার সন্তানের মা ছিলেন এবং তিনি অরুণকে প্রায় দেড় লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর শেষমেশ অরুণ নাকি শ্বাসরোধ করে হত্যা করে রানীকে।