স্ত্রীর গলায় গুলি, তারপর নিজের মাথায়, ভয়ঙ্কর রাতের গল্প শুনে শিহরিত ফতেহপুর

তিন শিশুকে অনাথ করে উত্তরপ্রদেশে এক ব্যক্তি স্ত্রীকে খুন করে নিজে আত্মঘাতী হলেন।

author-image
Tamalika Chakraborty
New Update
gun


নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায় শনিবার গভীর রাতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। পুলিশের সূত্রে খবর, এক ব্যক্তি পরকীয়ার সন্দেহে নিজের স্ত্রীকে গুলি করে খুন করেন এবং তারপর একই অস্ত্র দিয়ে নিজের প্রাণও কেড়ে নেন। নিহতদের নাম মুকেশ নিশাদ (৩২) এবং তাঁর স্ত্রী গুডিয়া দেবী (২৬)।

মুকেশ দিল্লিতে কাজ করতেন, কিন্তু এক সপ্তাহ আগে তিনি নিজের গ্রামে ফিরে আসেন। স্থানীয় সূত্র ও পুলিশের তদন্তে জানা গেছে, মুকেশ শুনতে পান যে তাঁর স্ত্রীর প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে গ্রামে গুজব ছড়িয়েছে। এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে প্রায়ই তর্ক-বিতর্ক হতো। শনিবার রাতে সেই তর্ক এতটাই বাড়ে যে তা ভয়ঙ্কর রূপ নেয়। রাগের মাথায় মুকেশ প্রথমে গুডিয়াকে গলায় গুলি করেন এবং সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ওই একই দেশি পিস্তল দিয়ে তিনি নিজের মাথায় গুলি চালান।

dead

ঘটনার সময় তাদের তিন শিশু কন্যা এবং বাড়ির বয়োজ্যেষ্ঠরা পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। গুলির শব্দ শুনে তাঁরা চিৎকার শুরু করেন, আশেপাশের প্রতিবেশীরা দৌড়ে এসে ঘটনাস্থলে পৌঁছান। গ্রামের মানুষ মুকেশ ও গুডিয়াকে রক্তে ভাসতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

স্থানীয় থানা ও ফতেহপুরের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেশি পিস্তল উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার মহেন্দ্র পাল সিং জানিয়েছেন, দম্পতির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ফরেনসিক টিম পাঠিয়ে ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনা ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।