/anm-bengali/media/media_files/2025/10/05/up-man-2025-10-05-22-27-29.png)
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার পর এক ব্যক্তি চার সন্তানকে নিয়ে যমুনা নদীতে ঝাঁপ দেন, বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। মৃত ব্যক্তির নাম সালমান, যিনি দীর্ঘদিন ধরে স্ত্রী খুশনুমার সঙ্গে দাম্পত্য কলহে জড়িয়ে পড়েছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, এই তীব্র মানসিক আঘাতের জেরে তিনি চরম পদক্ষেপ নেন।
নদীতে ঝাঁপ দেওয়ার আগে সালমান একটি ভিডিও রেকর্ড করে নিজের বোন গুলিস্তাকে পাঠান। সেই ভিডিওতে তিনি স্ত্রী খুশনুমা ও তার প্রেমিককে দায়ী করেন।
শনিবার সকালে গুলিস্তা ভিডিওটি দেখে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে অভিযোগ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল নিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
অতিরিক্ত পুলিশ সুপার সান্তোষ কুমার সিং জানিয়েছেন, সালমানের চার সন্তানের নাম মেহেক (১২), শিফা (৫), আমান (৩) এবং আট মাস বয়সী ইনাইশা।
পুলিশ জানিয়েছে, সালমান ও খুশনুমার বিবাহ হয়েছিল ১৫ বছর আগে। কিন্তু গত কয়েক মাসে তাদের সম্পর্কের টানাপোড়েন বেড়ে যায়। শুক্রবারের ঝগড়ার পর খুশনুমা তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। এরপরই সালমান চার সন্তানকে নিয়ে যমুনা নদীর সেতুতে পৌঁছে ঝাঁপ দেন।
উদ্ধার অভিযান এখনো চলছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনাটি সারা এলাকায় শোক ও আতঙ্কের ছায়া ফেলেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us