প্রেমে পাগল ঠাকুমা! পুত্রবধূর গয়না নিয়ে পালালেন প্রেমিকের সঙ্গে

দুই নাতির ঠাকুমা প্রেমিকের সঙ্গে পালালেন বৌমার গয়না নিয়ে।

author-image
Tamalika Chakraborty
New Update
up gandmother


নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশের ঝাঁসিতে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। ৪০ বছর বয়সী এক মহিলা, দুই ছেলের মা ও দুই নাতির ঠাকুমা, নিজের চেয়ে পাঁচ বছরের ছোট প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছেন! শুধু তাই নয়, যাওয়ার সময় পুত্রবধূর গয়না ও ৪০ হাজার টাকা নগদ নিয়ে গেছেন বলেও অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে ঝাঁসির মৌরানিপুর এলাকার সিয়াওয়ারি গ্রামে। পলাতক মহিলার নাম সুখবতী, আর তাঁর প্রেমিকের নাম অমর সিং প্রজাপতি, যিনি প্রতিবেশী বিহুনি গ্রামের বাসিন্দা।

সুখবতীর স্বামী কামতা প্রসাদ থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত শুরু করা হয়েছে।

কামতা প্রসাদ জানান, প্রায় দেড় বছর আগে তাঁর স্ত্রী মধ্যপ্রদেশের ভিন্দ এলাকায় ইটভাটায় কাজ করতে গিয়েছিলেন। সেখানেই তাঁর সঙ্গে পরিচয় হয় অমর সিংয়ের। কাজের ফাঁকে ফাঁকেই তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

police

স্বামী বিষয়টি জানতে পেরে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনলেও, সুখবতী ও অমর গোপনে দেখা করা ও ফোনে কথা বলা চালিয়ে যান। কামতা প্রসাদ বলেন, তিনি একাধিকবার স্ত্রীকে সতর্ক করেছিলেন, কিন্তু তিনি শুনেননি। এমনকি, একদিন তিনি নিজেই স্ত্রীকে অমরের সঙ্গে ফোনে কথা বলতে ধরে ফেলেন, এবং বাড়ির বউয়েরাও বহুবার তাঁদের আলাপচারিতা লক্ষ্য করেছেন।

অবশেষে কয়েক দিন আগে, সুযোগ বুঝে সুখবতী বাড়ি থেকে উধাও হয়ে যান অমরের সঙ্গে। স্বামী অভিযোগ করেন, স্ত্রী বৌমার অলংকার ও ৪০,০০০ টাকা নিয়েই পালিয়েছে।

পুলিশ জানায়, দুই জনকেই খুঁজে বের করার চেষ্টা চলছে এবং ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন হবে।