কংগ্রেসকে উচিৎ শিক্ষা দেওয়া হবে! কোন শিক্ষার কথা বললেন মন্ত্রী

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেপি মৌর্য বলেছেন, "মথুরায় রেকর্ড সংখ্যক ভোট পাবে বিজেপি। জনগণ ৪ জুন এসপি, বিএসপি এবং কংগ্রেসকে উচিৎ শিক্ষা দেবে।"

author-image
Tamalika Chakraborty
New Update
up deputy cm1.jpg


নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেপি মৌর্য বলেছেন, "মথুরায় রেকর্ড সংখ্যক ভোট পাবে বিজেপি। জনগণ ৪ জুন এসপি, বিএসপি এবং কংগ্রেসকে উচিৎ শিক্ষা দেবে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মোদী সরকার গঠন হবে।" কংগ্রেসের ইশতেহারের প্রসঙ্গে তিনি  বলেন, "এটি একটি ইশতেহার নয়, শুধু মিথ্যা। এটি মিথ্যার দল এবং এরা যে প্রতিশ্রুতি দেয় তা ভুলে যায়। মানুষ তাদের বিশ্বাস করেন না। 'কংগ্রেস ধোকা হ্যায় মোদী ভরোসা হ্যায়।'"

up deputy cm.jpg

 tamacha4.jpeg