‘আমার বোনকে মারলে তুই বাঁচবি না!’— হাসপাতালেই উত্তেজিত জনতার হামলা, ভাঙচুরে রণক্ষেত্র গোরখপুর

গোরখপুরের BRD মেডিকেল কলেজে ভয়াবহ বিক্ষোভ! সড়ক দুর্ঘটনায় আহত এক মহিলার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর বাইকচালককে গণপিটুনি, পুলিশের সামনেই হামলা, ভাঙচুরে উত্তাল হাসপাতাল। আহত ইন্সপেক্টর, ভাইরাল হয়েছে পুরো ঘটনার ভিডিও।

author-image
Tamalika Chakraborty
New Update
Crime

নিজস্ব সংবাদদাতা: গোরখপুরের BRD মেডিকেল কলেজ চত্বরে শনিবার রাতে এক মহিলার মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। মৃতা প্রমা দেবী, যিনি পিপরাইচ রেলক্রসিংয়ের কাছে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান বাইকচালক দিনেশ নামে এক ব্যক্তি, যিনি রামকোলা এলাকার বাসিন্দা। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রমা দেবীর।

খবর পেয়ে মৃতার পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা হাসপাতালে পৌঁছে যায়। অভিযোগ, তাঁরা দিনেশকে ধরে ফেলে এবং ‘দোষী’ বলে চিহ্নিত করে বেধড়ক মারধর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উপস্থিত হয়। দিনেশকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী মেডিকেল পুলিশ স্টেশনে।

কিন্তু তাতেও ক্ষুব্ধ জনতা থামেনি। তারা দল বেঁধে থানায় ঢুকে পড়ে, দরজা ভেঙে বাইকচালকের উপর ফের হামলা চালায়। পুলিশ বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। এই সময় ইন্সপেক্টর রাহুল কুমার আহত হন বলে জানা গিয়েছে। ক্রুদ্ধ জনতা থানার আসবাবপত্রও ভাঙচুর করে।

mob lynching

পুরো ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, পুলিশের উপস্থিতিতেই উত্তেজিত জনতা বাইকচালককে ঘিরে মারধর করছে, আর চারপাশে চিৎকারে ছেয়ে যাচ্ছে হাসপাতাল চত্বর।

গুলরিহা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজয় প্রতাপ সিংহ জানিয়েছেন, ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

হাসপাতাল চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আর কোনও অশান্তি না ছড়ায়।