নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার 'বাংলাদেশ' লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ করেছিলেন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, "তাহলে কেন তারা সিএএ-র বিরোধিতা করছিল? কেন তারা তখন (বাংলাদেশী) সংখ্যালঘুদের কথা মনে রাখল না? নাটক করা কংগ্রেসের স্বভাব। রাজনৈতিক ফায়দা তারা কিছু বলে আর কিছু করে কিন্তু মানুষ সত্য বোঝে।"
/anm-bengali/media/media_files/cVJhQkp4v1CoWtwRd0tF.jpg)
#WATCH | Delhi: On Congress MP Priyanka Gandhi Vadra's 'Bangladesh' bag, Union Minister Shivraj Singh Chouhan says, "Then why were they opposing the CAA? Why did they not remember the (Bangladeshi) minorities then? It is the Congress's nature to do drama for political gains. They… pic.twitter.com/1IQ1rfRjrI
— ANI (@ANI) December 17, 2024
সোমবার 'প্যালেস্টাইন' লেখা ব্যাগ নিয়ে সংসদে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। সেই নিয়ে বেশ বিতর্ক হয়েছিল। একদিকে বিজেপির অনেকেই যেখানে প্রিয়াঙ্কার সমালোচনা করেছিলেন, সেখানে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন প্রিাঙ্কার প্রশংসা করেছিলেন। তবে 'প্যালেস্টাইন' এবার অতীত। আজ সংসদে 'বাংলাদেশ' লেখা ব্যাগ নিয়ে পৌঁছলেন প্রিয়াঙ্কা গান্ধী। সেই ব্যাগে বার্তা লেখা ছিল - 'হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়াতে হবে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us